reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি, ২০২৩

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত শতাধিক

তুরস্কে স্থানীয় সময় সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ছবি : এএফপি

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে।

স্থানীয় সময় সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানায়।

১৫ মিনিট পর ভূমিকম্প-পরবর্তী একটি পরাঘাত হয়। পরাঘাতটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। তুরস্কের স্থানীয় কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত দেশটিতে ৫৩ জন নিহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির সরকার-নিয়ন্ত্রিত এলাকায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। আহত ২০০ জন। সিরিয়ার স্থানীয় একটি হাসপাতাল সূত্র আরো অন্তত আটজন নিহত হওয়ার তথ্য দিয়েছে।

ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন উভয় দেশে মানুষ ঘুমে ছিল। ভূমিকম্পে উভয় দেশে অনেক ভবন ধসে পড়েছে। ধসে পড়া ভবনের ভেতরে অনেক লোক আটকে থাকতে পারেন। ফলে প্রাণহানি আরো বাড়তে পারে।

উভয় দেশের কর্মকর্তারা বলছেন, অন্তত এক শতাব্দীর মধ্যে এ অঞ্চলে আঘাত হানার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভূমিকম্প,তুরস্ক,সিরিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close