reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি, ২০২৩

ডলফিনের সঙ্গে সাঁতারের সময় প্রাণ গেল কিশোরীর

প্রতীকী ছবি।

অস্ট্রেলিয়ায় নদীতে সাঁতার কাটার সময় হাঙরের হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দেশটির ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের রাজধানী পার্থে সোয়ান নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেল পৌনে ৪টার দিকে পুলিশকে এ বিষয়ে খবর দেওয়া হয়। পার্থের ফ্রেম্যান্টল বন্দর এলাকায় সোয়ান নদীর একটি সেতুর কাছে এ ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে পুলিশ বলেছে, ওই কিশোরীকে নদী থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশের ধারণা, ওই কিশোরী তার বন্ধুদের সঙ্গে ছিল। সে জেট স্কি থেকে লাফ দিয়ে একদল ডলফিনের সঙ্গে সাঁতার কাটছিল। এ সময় নদীতে হাঙরের হামলার শিকার হয় সে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন বলছে, ওই কিশোরীকে কী ধরনের হাঙর আক্রমণ করেছে, তা কর্তৃপক্ষ নিশ্চিত হতে পারেনি। এ ঘটনায় ফ্রেম্যান্টলের আশপাশে সোয়ান নদীতে নামার ক্ষেত্রে জনসাধারণকে বাড়তি সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যে সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে হাঙরের হামলায় ৫৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। পার্থের পোর্ট বিচে সাদা হাঙর এ হামলা চালিয়েছিল। একই বছর জানুয়ারিতে সোয়ান নদীতে সাঁতার কাটার সময় বুল প্রজাতির হাঙরের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের পানিতে শতাধিক প্রজাতির হাঙর বাস করে।

গত ফেব্রুয়ারিতে দেশটির পূর্ব উপকূলে হাঙরের হামলায় একজন সাঁতারু নিহত হওয়ার পর আইকনিক বন্ডি ও ব্রন্টেসহ সিডনির বেশ কয়েকটি সৈকত বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় ৬০ বছরের মধ্যে শহরের সমুদ্রসৈকতে সেটা ছিল এ রকম প্রথম ঘটনা।

পিডিএস/এইচএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডলফিন,কিশোরী,সাঁতার কাটা,অস্ট্রেলিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close