reporterঅনলাইন ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি, ২০২৩

পরমাণু চুক্তি লঙ্ঘন প্রসঙ্গ

মার্কিন কর্মকর্তাদের অভিযোগের জবাব দিল রাশিয়া

আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সর্বশেষ যে পরমাণু চুক্তিটি সচল রয়েছে, মস্কো তা লঙ্ঘন করছে বলে আমেরিকার পক্ষ থেকে তোলা অভিযোগ নাকচ করেছেন ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টনভ।

বুধবার রাশিয়ার সংবাদমাধ্যম রিয়া নভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্টনভ বলেন, আমেরিকার এই অভিযোগ বেশ চাঞ্চল্যকর। রাশিয়া সবসময় আন্তরিকতার সাথে নিউ স্টার্ট মেনে চলার চেষ্টা করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার কংগ্রেসে একটি রিপোর্ট জমা দিয়েছে যাতে বলা হয়েছে, প্রথমবারের মতো মস্কো নিউ স্টার্ট ট্রিটি লঙ্ঘন করছে। ওই রিপোর্টে দাবি করা হয়, পরমাণু স্থাপনা পরিদর্শনের ব্যাপারে এবং এ ব্যাপারে সহযোগিতা করতে রাশিয়ার কর্মকর্তারা মার্কিন কর্মকর্তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।

অভিযোগের ব্যাপারে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ওয়াশিংটন বরং অবৈধভাবে শত শত কৌশলগত অস্ত্র জবাবদিহিতার আওতা থেকে প্রত্যাহার করে নিয়ে কয়েকটি চুক্তি নিজেরাই লঙ্ঘন করেছে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাশিয়া,পরমাণু চুক্তি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close