
দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের অনুষ্ঠানে আলোপাতাড়ি গুলিতে নিহত ৮

দক্ষিণ আফ্রিকায় একটি জন্মদিনের অনুষ্ঠানে নির্বিচার গুলিতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। দেশটির বন্দর নগরী জিকেবেরহায় আজ সোমবার (৩০ জানুয়ারি) এই হতাহতের ঘটনা ঘটে।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, জিকেবেরহা শহরের কাওয়াজাকেলে এলাকায় এক ব্যক্তি নিজ বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান করছিলেন। অনুষ্ঠান চলাকালে হঠাৎ দুই বন্দুকধারী বাড়িতে ঢুকে পড়েন এবং এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন।
এক বিবৃতিতে স্থানীয় পুলিশ জানিয়েছে, বিকেল ৫টা ১৫ থেকে সাড়ে ৫টা নাগাদ এই হামলা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশেই গুলি ছোড়ে বন্দুকধারীরা। এতে ৮ জন প্রাণ হারান। নিহতের মধ্যে বাড়ির মালিকও রয়েছেন। আর আহত ৩ জনের অবস্থাও গুরুতর। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণ আফ্রিকায় গোলাগুলি ঘটনা নতুন নয়। বিভিন্ন অপরাধী চক্রের সহিংসতা ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রায়শই হামলার ঘটনা ঘটে দেশটিতে।
গত বছরও একাধিক পানশালায় বন্দুক হামলায় অন্তত ২৪ জনের প্রাণহানি হয়। জোহানেসবার্গ ও পিয়েটারমারিতজবার্গ শহরে এসব হামলা হয়েছিল।
পিডিএস/এমএইউ