
ধর্মান্তরবিরোধী আইনের দাবিতে মুম্বাইয়ে বিক্ষোভ

ভারতের মুম্বাইয়ে ‘লাভ জিহাদের’ বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েকশ মানুষ। রোববারের (২৯ জানুয়ারি) এ বিক্ষোভে তারা ধর্মান্তরবিরোধী আইন ও ধর্মের নামে জমি দখলের বিরুদ্ধে কঠোর আইন করার দাবি তুলেছেন।
বিক্ষোভ মিছিলে দেশটির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস), বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) মতো ডানপন্থী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নিয়েছিলেন।
হিন্দু জন মোর্চা নামের সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলটি মুম্বাইয়ের শিবাজি পার্ক থেকে শুরু করে ৪ কিলোমিটার পাড়ি দিয়ে পেরেলের কামগার ময়দানে গিয়ে শেষ হয়।
হিন্দু নারীদের বিয়ের প্রলোভন দেখিয়ে মুসলিম পুরুষেরা ধর্মান্তরিত করেন বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ডানপন্থী কর্মীরা। এই প্রক্রিয়াকেই তারা ‘লাভ জিহাদ’ বলছেন।
মিছিলকারীরা লাভ জিহাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন এবং ধর্মান্তরবিরোধী আইন ও ধর্মের নামে জমি দখল রোধের দাবি জানিয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
পিডিএস/এমএইউ