
৩০ জানুয়ারি, ২০২৩
ম্যাঁক্রো-নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ

ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতের পর সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ইমানুয়েল ম্যাঁক্রো
ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সর্বশেষ সহিংসতার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রবিবার উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন।
তার দপ্তর জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে মাক্রোঁ ক্রমবর্ধমান সহিংসতামূলক কার্যক্রম এড়ানোর ক্ষেত্রে সকলের প্রয়োজনীয়তার কথা স্মরণ করেন।
বিবৃতিতে আরো বলা হয়, তিনি ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংলাপ ফের শুরু করার ব্যাপারে অবদান রাখার জন্য প্রস্তুত থাকার কথা ব্যক্ত করেন।
ম্যাক্রোঁ জেরুজালেমের একটি উপসনালয়ের বাইরে শুক্রবারের বন্দুক হামলার ঘটনায় নিন্দা জানানোর কথা পুনর্ব্যক্ত করেন। সেখানে ওই হামলায় সাতজন প্রাণ হারিয়েছেন বলে দাবি করা হয়। এদিকে শনিবার জেরুজালেমে আরেকটি ঘটনায় ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি বালক আহত হয়। সূত্র : এএফপি।
পিডিএস/মীর
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন