reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জানুয়ারি, ২০২৩

হাসপাতালে ইউক্রেনের হামলায় নিহত ১৪

অভিযোগ মস্কোর

ইউক্রেন আমেরিকার তৈরি একটি রকেট ব্যবস্থা দিয়ে লুহানস্ক অঞ্চলের একটি হাসপাতালে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। রাশিয়া বলেছে, শনিবারের (২৮ জানুয়ারি) ওই হামলায় অন্তত ১৪ ব্যক্তি নিহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের সেনারা লুহানস্ক অঞ্চলের নোভাইদার শহরের একটি হাসপাতাল ভবনে ইচ্ছাকৃতভাবে ওই হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, মার্কিন-নির্মিত হিমার্স রকেট ব্যবস্থা দিয়ে হামলাটি চালানো হয়। হামলায় হাসপাতালে ভর্তি রোগী ও মেডিকেল স্টাফসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন।

হাসপাতালটিতে স্থানীয় জনগণের পাশাপাশি সামরিক বাহিনীর জওয়ানদের চিকিৎসা চলত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণলয়ের বিবৃতিতে বলা হয়, একটি পরিচিত বেসামরিক চিকিৎসা কেন্দ্রে ইচ্ছাকৃত রকেট হামলা নিঃসন্দেহে কিয়েভ সরকারের যুদ্ধাপরাধের প্রমাণ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এ অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে।

এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তরে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে। এসব দাবির মধ্যে রয়েছে—ইউক্রেনকে এ অঙ্গীকার করতে হবে যে, সে কখনো ন্যাটো জোটে যোগ দেবে না।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হামলা,হাসপাতাল,ইউক্রেন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close