reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০২৩

ইরানে ভূমিকম্পে বহু হতাহত 

তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম ইরানে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৮ জানুয়ারি) এই ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ মানুষ।

ইরানের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, অন্তত পক্ষে ৪৪০ জন আহত হয়েছেন। জানা গেছে, শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৪৪ মিনিট নাগাদ ইরান-তুরষ্ক সীমান্তবর্তী খয় নামক শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শক্তিশালী কম্পন ইরান এবং পার্শ্ববর্তী দেশগুলোর আরো অনেক শহরেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল খয় শহরের ১৪ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে উৎপন্ন হয় এই কম্পন।

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের হাসপাতালগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে উদ্ধারকারী দল। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকায় তুষারপাত হচ্ছে। এর জেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে এতে। তবে প্রতিকূলতার মাঝেও মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যেতে তৎপর হয়েছে প্রশাসন। তবে উদ্ধারকাজে বিলম্ব হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হতাহত,ইরান,ভূমিকম্প
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close