reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জানুয়ারি, ২০২৩

জিহাদি ক্যাম্প থেকে ১৫ নারী ও ৩২ শিশুকে পুনর্বাসন

ফাইল ছবি

সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় জিহাদি কারা ক্যাম্প থেকে ১৫ নারী ও ৩২ শিশুকে পুনর্বাসন করেছে ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

বিবৃতিতে বলা হয়েছে, শিশু সহায়তার দায়িত্বে থাকা পরিষেবাসমূহের কাছে বাচ্চাদের হস্তান্তর করা হয়েছে। আর বড়দের যথাযথ বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ইরাক ও তুরস্ক সীমান্তের ১৫ কিলোমিটারের মধ্যে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে কুর্দি প্রশাসনিক এলাকার রোজ ক্যাম্প থেকে এসব নারী ও শিশুকে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গত এক দশকে ইউরোপের হাজার হাজার চরমপন্থী ইসলামিক স্টেটে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমায়। তাদের কেউ কেউ পরিবারকেও সাথে নেয়, স্বঘোষিত তাদের খেলাফতে বসবাসের জন্যে। ইরাক ও সিরিয়ার অংশবিশেষে তারা এ খেলাফত ঘোষণা করে। কিন্তু ২০১৯ সালে খেলাফতের পতনের পর এসব যোদ্ধার পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া ইউরোপীয় দেশগুলোর জন্যে একটি বিব্রতকর সমস্যা হয়ে দাঁড়ায়। এসব যোদ্ধাদের অনেকেই হয় আটক, না হয় নিহত হয়েছেন। সূত্র: বাসস

পিডিএস/এইচএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরিয়া,জিহাদি সংগঠন,ফ্রান্স,পুনর্বাসন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close