
রুশ রাষ্ট্রদূতদের লাটভিয়া-এস্তোনিয়া ছাড়ার নির্দেশ

লাটভিয়া রুশ রাষ্ট্রদূতকে সে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। এর কয়েক ঘণ্টা আগে বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়াও একই নির্দেশ দিয়েছে।
লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছে, রুশ রাষ্ট্রদূতকে মঙ্গলবারের মধ্যে চলে যেতে হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, মস্কো থেকে তারাও তাদের রাষ্ট্রদূতকে সরিয়ে আনবে।
ইউক্রেনের বুচা শহরে এপ্রিলে রাশিয়ার নৃশংসতার পর থেকেই মস্কোর সঙ্গে লিথুনিয়ার কূটনৈতিক সম্পর্ক নিম্নমুখী হতে শুরু করে।
এর আগে এস্তোনিয়া ঘোষণা করেছে, মস্কোয় তাদের দূতকে বহিষ্কারের জবাবে তারা রুশ রাষ্ট্রদূতকে পাল্টা বহিষ্কার করবে।
গত বছর রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই ইউরোপীয় মিত্রদের সঙ্গে মস্কোর সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তারা এস্তোনিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে এনেছে। বাল্টিক রাষ্ট্রটি ‘সম্পূর্ণ রুশোফোবিয়ায়’ আক্রান্ত বলে রাশিয়া অভিযোগ করেছে।
পিডিএস/মীর