reporterঅনলাইন ডেস্ক
  ১০ ডিসেম্বর, ২০২২

ইউক্রেনকে পশ্চিমারা উপনিবেশে পরিণত করেছে : পুতিন

ছবি : সংগৃহীত

পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে একটি উপনিবেশে পরিণত করেছে এবং ইউক্রেনীয়দেরকে রাশিয়ার বিরুদ্ধে কামানের খোরাক এবং মানব ঢাল হিসেবে শোষণ করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৯ ডিসেম্বর) এসসিও এবং সিআউএস প্রতিরক্ষা প্রধানদের শ্রোতাদের উদ্দেশ্যে একটি ভিডিও ভাষণে তিনি এসব কথা বলেন। খবর তাস নিউজের।

পুতিন বলেন, ‘অনেক বছর ধরে, পশ্চিমারা ইউক্রেনীয় সংস্থানগুলোকে অনিয়মিতভাবে শোষণ ও নিষ্কাশন করছে, দোনবাসে গণহত্যা ও সন্ত্রাসকে সমর্থন করেছে, যখন মূলত এই দেশটিকে একটি উপনিবেশে পরিণত করেছে এবং নির্লজ্জভাবে আজ ইউক্রেনীয় জনগণকে কামানের খোরাক হিসাবে ব্যবহার করছে।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেনকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে, সেখানে ভাড়াটে সেনা পাঠিয়ে এবং এটিকে আত্মঘাতী পথে ঠেলে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।’

পুতিন উল্লেখ করেছেন, ইউক্রেনের চলমান উন্নয়নগুলো যে কোনো মূল্যে তার বিশ্বব্যাপী আধিপত্যকে আঁকড়ে ধরে রাখার ওয়াশিংটনের পরিকল্পনার প্রতিক্রিয়া দেখায়। তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে বর্তমান সময়ের হুমকির প্রকৃতি এবং মাত্রা প্রতিরক্ষা সংস্থাগুলির মাধ্যমে আমাদের মিথস্ক্রিয়াকে আরও বেশি দাবি করে।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইউক্রেন,উপনিবেশ,পুতিন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close