reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ডিসেম্বর, ২০২২

১১ লাখ টাকার যৌতুক ফিরিয়ে দিলেন সৌরভ

ছবি : সংগৃহীত

বিয়ের আগে কনেপক্ষের মোটা টাকার যৌতুক ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতের উত্তরপ্রদেশের মুজফ্‌‌ফরনগরের এক যুবক। তার নাম সৌরভ চৌহান। পেশায় তিনি রাজস্ব কর্মকর্তা। এ ঘটনায় বরের প্রশংসা করেছেন এলাকাবাসী।

ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সৌরভের বিয়ের আয়োজন করা হয়। বিয়ের আগে সৌরভকে কনের পরিবার ১১ লাখ টাকার যৌতুক দেয়। কিন্তু সেই টাকা ফিরিয়ে দেন তিনি। তবে বিয়ের রেওয়াজ মেনে মাত্র এক টাকা নেন সৌরভ।

ভারতের বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্যে যৌতুক নেওয়ার অভিযোগ প্রায়ই গণমাধ্যমে আসে। পাত্র যদি সরকারি চাকরিজীবী বা উঁচু পদে কর্মরত হন, তা হলে কনের বাড়ির কাছ থেকে মোটা টাকার যৌতুক দাবি করা হয়। এমন প্রেক্ষাপটে যৌতুক ফিরিয়ে দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন সৌরভ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যৌতুক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close