reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০২২

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ২৭

ছবি : সংগৃহীত

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিধসে একটি বাস চাপা পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। রোববার (৪ নভেম্বর) রিসারালদা প্রদেশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, কলম্বিয়ার তৃতীয় বৃহত্তম শহর ক্যালি ও চোকো প্রদেশের কন্ডোটোর মধ্যে চলাচলকারী ওই বাসে কমপক্ষে ২৫ জন যাত্রী ছিলেন।

জানা যায়, ভারি বৃষ্টিপাতের কারণে কলম্বিয়ার রাজধানী বোগোটা থেকে প্রায় ২৩০ কিলোমিটার (১৪০ মাইল) দূরের রিসারালদা প্রদেশের পুয়েবলো রিকো ও সান্তা সিসিলিয়া গ্রামের মাঝামাঝি ভয়াবহ ভূমিধসে যাত্রীবাহী বাসটি চাপা পড়ে।

এ ঘটনার পর টুইটারে দেওয়া এক বিবৃতিতে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, পুয়েবলো রিকো ট্র্যাজেডিতে এখন পর্যন্ত তিন শিশুসহ ২৭ জনের প্রাণহানি ঘটেছে।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করছি। দেশটির সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তা করা হবে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

পুয়েবলো রিকোর মেয়র লিওনার্দো ফ্যাবিও সিয়াগামা বলেন, ভূমিধসে বাস চাপা পড়ে যারা মারা গেছেন, তাদের দেহ শহরের একটি স্টেডিয়ামে আনা হচ্ছে।

এর আগে, রিসারালদার গভর্নর ভিক্টর ম্যানুয়েল তামায়ো জানিয়েছিলেন, চাপা পড়া বাস থেকে পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

কলম্বিয়ায় বর্তমানে অস্বাভাবিক ভারি বর্ষা মৌসুম শুরু হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বিভিন্ন ধরনের দুর্ঘটনায় দেশটিতে ২১৬ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

এছাড়া বৃষ্টিপাতজনিত প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন হয়ে পড়েছেন কলম্বিয়ার আরও ৫ লাখ ৩৮ হাজার মানুষ। এছাড়া এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে এখনও নিখোঁজ রয়েছেন ৪৮ জন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কলম্বিয়া,ভূমিধস,বাস,রিসারালদা প্রদেশ,গুস্তাভো পেত্রো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close