reporterঅনলাইন ডেস্ক
  ২৯ নভেম্বর, ২০২২

বিক্ষোভের পর সাংহাইয়ে কড়া নিরাপত্তা

ছবি : সংগৃহীত

দেশ থেকে করোনা নির্মূলে সরকারের নেওয়া ‘জিরো-কোভিড’ নীতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভের পর চীনের বৃহত্তম শহর এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র সাংহাইয়ে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। এদিকে চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে।

রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৯ নভেম্বর) সাংহাইয়ের সব বড় সড়কের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দেখা গেছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক টহলও পরিলক্ষিত হয়েছে বিভিন্ন সড়কে। এছাড়া দোকান-পাট, শপিংমল ও ক্যাফেগুলোও বন্ধ ছিল।

নিরাপত্তা জোরদার থাকায় রোববার রাতের পর থেকে এখন পর্যন্ত সাংহাইয়ে কোনো জনসমাবেশ হয়নি বলেও জানা গেছে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেওয়া ‘জিরো-কোভিড’ নীতির বিরুদ্ধে দেশটির সাধারণ মানুষ। এর মধ্যেই গত বৃহস্পতিবার দেশটির জিনজিয়াং প্রদেশের উরুমকি শহরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়।

কঠোর করোনা বিধিনিষেধের কারণে ভবনটিতে আটকেপড়াদের উদ্ধারকাজ ব্যাহত হয়েছে এবং এ কারণেই মৃতের সংখ্যা বেড়েছে বলে বিশ্বাস স্থানীয়দের। আর একারণেই লকডাউনবিরোধী বিক্ষোভ আবারও ছড়িয়ে পড়েছে।

রোববার সন্ধ্যার পর শত শত বিক্ষোভকারী সাংহাইয়ের রাস্তায় জড়ো হয়ে স্লোগান দেয় ‘আমরা মাস্ক চাই না, স্বাধীনতা চাই’।

এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে পুলিশ, এ সময় দুই পক্ষের মধ্যে সংঘাত ও ধস্তাধস্তিও হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাংহাই,চীন,লকডাউন বিরোধী বিক্ষোভ,নিরাপত্তা বাহিনী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close