reporterঅনলাইন ডেস্ক
  ২৫ নভেম্বর, ২০২২

যে কারণে ইমরানকে লংমার্চ স্থগিতের আহ্বান

ছবি : সংগৃহীত

নিরাপত্তার হুমকি থাকায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের লংমার্চ স্থগিত করার আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। শুক্রবার (২৫ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

রানা সানাউল্লাহ বলেন, ‘রাওয়ালপিন্ডিতে শনিবারের সমাবেশকে কেন্দ্র করে সব গোয়েন্দা সংস্থা নিরাপত্তা হুমকি জারি করেছে। চরমপন্থি দলগুলো পিটিআইয়ের লংমার্চে সন্ত্রাসী হামলা চালাতে পারে।’

তিনি বলেন, ‘আমি হুমকি সংক্রান্ত একটি চিঠি পিটিআই নেতা আসাদ উমরকে পাঠিয়েছি।’ ইমরান খানকে উদ্দেশ করে রানা সানাউল্লাহ বলেন, 'আপনাকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য অনুরোধ করছি।'

তিনি বলেন, ‘যদি আসাদ উমর আমাদের কাছে আসা হুমকি সংক্রান্ত নথি যাচাই করতে চান তবে সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বসতে পারেন। সব সংস্থা শহরে রেড অ্যালার্ট জারি করেছে। আপনার (ইমরান খান) জীবন হুমকির মুখে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইমরান খান লং মার্চের মাধ্যমে নয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনের তারিখ জানতে পারবেন। এই লংমার্চ অর্থহীন বলে মন্তব্য করেছেন রানা সানাউল্লাহ।’

তিনি আরও বলেন, ‘এস্টাবলিশমেন্ট (পাকিস্তান সেনাবাহিনী) আর নির্বাচনের তারিখ দেবে না। আপনি (ইমরান খান) যে পরিমাণ ব্ল্যাকমেইল করেছেন তাতে অন্য সময় হলে নির্বাচনের তারিখ পেতে পারতেন। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান হিসেবেই থাকবে। সাংবিধানিক ভূমিকা থেকে সরে না যাওয়ার অঙ্গীকার করেছে।’

এ বছরের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে এক অনাস্থা ভোটে ইমরান খানের সরকারের পতন হয়। এরপর থেকেই আগাম নির্বাচনের দাবিতে দেশজুড়ে সভা–সমাবেশ ও লংমার্চ করছেন ইমরান খান। এ মাসের শুরুর দিকে পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে লংমার্চ করার সময় তার ওপর হামলা হয়। অল্পের জন্যে বেঁচে যান তিনি।

পাকিস্তানে আগামী বছর সাধারণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইমরান খান,লংমার্চ,স্থগিতের আহ্বান,পাকিস্তান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close