reporterঅনলাইন ডেস্ক
  ০৭ অক্টোবর, ২০২২

ইউরোপে ওমিক্রনের নতুন ঢেউ শুরু হতে যাচ্ছে

ছবি : সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনো মানুষ মারা যাচ্ছে। গ্রীষ্মকালের তুলনায় শীতকালে এই ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুহার বেড়ে যায়। শীতকাল চলে আসছে, আর তাই তৈরি হচ্ছে ওমিক্রনের নতুন ধরন। ভাইরাসের নতুন আরেকটি ঢেউ ইউরোপের দিকে এগিয়ে আসছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিজ্ঞানীরা ওমিক্রনের শত শত নতুন ধরনের সন্ধান পাচ্ছেন। ওমিক্রনের বিএ.৪/৫ ধরন যেটি গ্রীষ্মের সময় ছিল সেটি বেশিরভাগ মানুষকে আক্রান্ত করতে পারেনি, কিন্তু ওমিক্রনের নতুন ধরন তৈরি হচ্ছে।

বুধবার (৫ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত তথ্যে দেখা গেছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে গত সপ্তাহে ১৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগের সপ্তাহের তুলনায় যা ৮ ভাগ বেশি, এমনকি করোনা টেস্ট অনেক কমে যাওয়ার পরও। তবে বিশ্বব্যাপী আক্রান্তের হার কমছে।

যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। সর্বশেষ সপ্তাহে, ৪ অক্টোবর কোভিড-১৯ লক্ষণ নিয়ে ইতালিতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩২ ভাগ বেড়েছিল।

অন্যদিকে আইসিওতে রোগী ভর্তির সংখ্যা বেড়েছিল ২১ ভাগ। ওই একই সপ্তাহে যুক্তরাজ্যে করোনা নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ৪৫ ভাগ বৃদ্ধি পায়।

সূত্র : সিএনএন

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইউরোপ,ওমিক্রন,নতুন ঢেউ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close