reporterঅনলাইন ডেস্ক
  ০১ অক্টোবর, ২০২২

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়ার ভেটো

ছবি : সংগৃহীত

ইউক্রেনের চার অঞ্চল রাশিয়ার অধিভুক্তিকে অবৈধ দাবি করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র। এতে ভেটো দিয়েছে রাশিয়া।

রাশিয়া ছাড়া অন্য কোনো দেশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়নি। ভোটদানে বিরত ছিল ভারত, চীন, ব্রাজিল ও আফ্রিকার দেশ গ্যাবন। আর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১০টি দেশ এর পক্ষে ভোট দিয়েছে।

প্রস্তাবটিতে রাশিয়ার সমালোচনা করে সব দেশকে এমন কর্মকাণ্ডের স্বীকৃতি না দেয়ার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। দেশটি জানায়, এবার প্রস্তাবটি জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপন করা হবে। যেখানে কারও ভেটো দেয়ার ব্যবস্থা নেই।

এর আগে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অধিভুক্তের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন বলেন, চারটি ইউক্রেনীয় অঞ্চল তিনি সংযুক্ত করার যে পরিকল্পনা করেছিলেন তাতে সিদ্ধান্ত দিয়েছে সেখানকার বাসিন্দারা। মানুষজন তাদের সিদ্ধান্ত দিয়েছে। তবে পশ্চিমা ও আইন বিশেষজ্ঞরা এই গণভোটকে অবৈধ বলে নিন্দা করেছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাশিয়া,ইউক্রেন,জাতিসংঘ,যুক্তরাষ্ট্র,ভেটো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close