reporterঅনলাইন ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর, ২০২২

আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড অং সান সু চি’র

ফাইল ছবি

আরও তিন বছরের সাজা পেলেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। সরকারি গোপনীয়তা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানী নেপিডোর সামরিক আদালতে কড়া নিরাপত্তার মধ্যে এ রায় ঘোষণা করা হয় সু চির বিরুদ্ধে।

চলতি মাসের শুরুতেই নির্বাচনে জালিয়াতির এক মামলায় দোষী সাব্যস্ত হন সু চি। তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয় তাকে। মিয়ানমারে গত বছর ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর গ্রেফতার হন ৭৬ বছর বয়সী অং সান সু চি। তার বিরুদ্ধে দুর্নীতিসহ বেশ কয়েকটি মামলা করে জান্তা সরকার। রাজধানী নেইপিদোয় কঠোর গোপনীয়তার মধ্যে হয় শুনানি। একাধিক মামলায় এ পর্যন্ত ১৭ বছরের বেশি জেল হয়েছে শান্তিতে নোবেলজয়ী সু চির।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মিয়ানমার,অং সান সু কি,গোপনীয় ভঙ্গের মামলা,সাজা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close