reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০২২

ইরানের ওপর নিষেধাজ্ঞা চায় জার্মানি

ছবি: সংগৃহীত

হিজাব বিতর্ক নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে জার্মানি।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক সোমবার এক বিবৃতিতে বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালিয়ে নারীদের নির্বিচারে হত্যা করেছে।

এ অপরাধে দেশটির ওপর নিষেধাজ্ঞা চাইলেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক। খবর আনাদোলুর।

গত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে ২২ বয়সি কুর্দি তরুণী মাহসা আমিনির রহস্যময় মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় ইরানে।

ইরানের ৩১ প্রদেশের ৮০ শহরে ভয়াবহ বিক্ষোভ-আন্দোলন চালিয়ে যাচ্ছেন নারীরা। পুলিশের সঙ্গে দাঙ্গায় এ পর্যন্ত অর্ধশতাধিক আন্দোলনকারী নিহত হয়েছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জার্মানি,হিজাব বিতর্ক,আনালিনা বেয়ারবক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close