reporterঅনলাইন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর, ২০২২

শক্তিশালী টাইফুনের আঘাতে ফিলিপাইনে নিহত ৫

ছবি : সংগৃহীত

প্রবল শক্তি সঞ্চার করে ফিলিপাইনে আঘাত হেনেছে টাইফুন নোরু। এতে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল ঝড়-বৃষ্টির প্রভাবে দেশটির উত্তরাঞ্চল প্লাবিত এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও রাজধানী ম্যানিলাকে তুলনামূলকভাবে অক্ষত রেখে গেছে নোরু।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির লুজান দ্বীপের ওপর দিয়ে ২৪০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে গেছে। দেশটির ১১ কোটি জনসংখ্যার অর্ধেকের বসবাস মূলত এই দ্বীপেই।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঝড়টি তীব্রভাবে লুজানের পশ্চিমে আঘাত হেনেছে। ফিলিপাইনে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় নোরু।

বুলকানের গভর্নর ড্যানিয়েল ফার্নান্ডো বলেছেন, সান মিগুয়েল জেলায় উদ্ধার অভিযানের সময় আকস্মিক বন্যায় ভেসে গেছেন পাঁচজন।

ভারী বৃষ্টিতে ডুবে গেছে অনেক গুরুত্বপূর্ণ সড়ক। খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বেশ কিছু এলাকায়।

প্রবল ঝড়ের কারণে ৭৪ হাজারের বেশি মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিরাপদে নেওয়া হয়েছে। রাজধানী ম্যানিলায় খুব একটা প্রভাব না পড়লেও এর আগে বন্যার আভাস দিয়ে সতর্কতা জারি করেছিলেন কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড় নোরু স্থানীয়ভাবে কাডিং নামে পরিচিত। ধীরে ধীরে দুর্বল হয়ে সোমবার সন্ধ্যা নাগাদ ফিলিপাইন অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিন্যান্ড মার্কোস সোমবার (২৬ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে বলেন, আমি মনে করি এখন পর্যন্ত আমরা ভাগ্যবান। গত দুই দিনে যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম তা কাজে এসেছে। তবে ঝড়টি এখনও শেষ হয়ে যায়নি। সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা জোরদারেরও নির্দেশ দিয়েছেন তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টাইফুন,নোরু,প্রবল ঝড়-বৃষ্টি,আবহাওয়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close