reporterঅনলাইন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর, ২০২২

রাশিয়ার নাগরিকদের দেশ ছাড়ার হিড়িক, সীমান্তে উপচেপড়া ভিড়

ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বুধবার (২১ সেপ্টেম্বর) সামরিক রিজার্ভের আংশিক সমাবেশের ঘোষণা দিয়েছেন। ইউক্রেনে যুদ্ধ জোরদার করাতে তিনি এই ঘোষণা দেন। তবে পুতিনের সেই ঘোষণার পর থেকেই সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির ভয়ে রাশিয়া ছেড়ে পালিয়ে যাচ্ছে দেশটির পুরুষেরা। সীমান্তগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়।

জর্জিয়ার রাজধানী তিবলিসি থেকে বিবিসির প্রতিনিধি রায়হান ডেমিট্রি জানিয়েছেন, যান চলাচলে খুব ধীর গতি। সীমান্ত পার হওয়ার জন্য অনেকেই ২০ ঘণ্টার বেশি অপেক্ষা করেছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, পালিয়ে যেতে ইচ্ছুক রুশ নাগরিকদের চাপে জর্জিয়া ও রাশিয়ার সীমান্তে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ লাইন যানজট সৃষ্টি হয়েছে। ফিনল্যান্ড ও রাশিয়ার মধ্যে সীমান্তে বেড়েছে যানবাহনের চাপ।

ম্যাটি পিটকানিটি নামে এক ফিনিশ কর্মকর্তা বলেছেন, গত সপ্তাহের তুলনায় দ্বিগুণ সংখ্যক রাশিয়ান সীমান্তে ভিড় জমিয়েছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাশিয়ার নাগরিক,দেশ ছাড়ার হিড়িক,সীমান্তে উপচেপড়া ভিড়,সীমান্ত,উপচেপড়া ভিড়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close