reporterঅনলাইন ডেস্ক
  ২১ সেপ্টেম্বর, ২০২২

ব্রাজিলে গুদাম ধসে ৯ জনের মৃত্যু, আহত অনেকে

ছবি : সংগৃহীত

ব্রাজিলের সাও পাওলো শহরের কাছে একটি গুদামের কিছু অংশ ধসে পড়ায় অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) কংগ্রেসের প্রার্থী জোন্স ডনিজেট এবং এলি সান্তোস ব্রাজিলিয়ান কনটেইনার কোম্পানি মাল্টিটাইনার পরিদর্শন করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। গুদামের ভিতরে একটি কংক্রিটের কাঠামোর অংশ কোম্পানির কর্মচারীদের উপর ধসে পড়ে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে ডনিজেট বলেন, গুদাম ধসের পর তাকে এবং সান্তোসকে উদ্ধার করা হয়। তবে স্থানীয় ফায়ার বিভাগ জানিয়েছে, ধসের ঘটনায় কমপক্ষে নয়জন মারা গেছেন।

ব্রাজিলের দমকল বিভাগ আরও জানিয়েছে, দুর্ঘটনার পর ৩১ জনকে উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যে ২৮ জনকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এছাড়া একজন মুখপাত্র বলেছেন, ধ্বংসাবশেষের নিচে এখনও আরও লোক আটকে থাকতে পারেন বলে উদ্ধারকারী দল ধারণা করছে। সূত্র: রয়টার্স

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্রাজিল,গুদাম ধস,সাও পাওলো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close