reporterঅনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর, ২০২২

বিশ্বব্যাপী অসন্তোষের শীত তীব্র হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে

ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ থেকে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাসহ একাধিক সঙ্কটে জর্জরিত বিশ্বের ব্যাপারে বিশ্বনেতাদের সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদেরর ৭৭তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।

নিউইয়র্ক সিটিতে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া ভাষণে গুতেরেস বলেছেন, ‘বিশ্বব্যাপী অসন্তোষের শীত তীব্র হচ্ছে। বিশ্বাস ভেঙে যাচ্ছে, অসমতা তীব্র হচ্ছে, আমাদের গ্রহ জ্বলছে। মানুষ কষ্ট পাচ্ছে - দুর্বলদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে।’

গুতেরেস আফগানিস্তানের সংঘাতের কথা উল্লেখ করে বলেছেন, দেশটিতে অর্থনীতি ধ্বংসের মুখে রয়েছে এবং মানবাধিকার পদদলিত হচ্ছে। ইথিওপিয়া এবং হাইতিতে পুনরায় শুরু হওয়া লড়াইয়ের কথাও উল্লেখ করেছেন তিনি।

জাতিসংঘের মহাসচিব বলেছেন, ‘লিবিয়ায় বিভাজন দেশকে বিপন্ন করছে। ইরাকে চলমান উত্তেজনা স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। ইসরায়েল ও ফিলিস্তিনে দখলদারিত্বের আওতায় সহিংসতার চক্র অব্যাহত রয়েছে। কারণ দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে শান্তির সম্ভাবনা আরও দূরে সরে যাচ্ছে।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইউক্রেন,অসন্তোষ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close