reporterঅনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট, ২০২২

ক্রুজ মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া একের পর এক মিসাইল পরীক্ষা চালিয়ে যাচ্ছে। বুধবার (১৭ আগস্ট) দুটি ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করেছে দেশটি। খবর বিবিসির।

দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা বলেন, উত্তর কোরিয়া খুব সকালে দুটি ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করেছে। দুটির পাল্লা কিংবা উচ্চতা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

ইয়োনহাপকে সিউলের এক সেনা কর্মকর্তা বলেন, দক্ষিণ পিয়ংগান প্রদেশের ওনচনের পশ্চিম সাগরে বুধবার সকালে পিয়ংইয়ংয়ের দুটি ক্রুজ মিসাইল পরীক্ষার কথা আমরা নিশ্চিত হয়েছি ।

চলতি মাসে এটাই পিয়ংইয়ংয়ের প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। এর আগে গত ১০ জুলাই সর্বশেষ মিসাইল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ওই সময় একাধিক রকেট লঞ্চার উৎক্ষেপণ করা হয়। তবে গত জানুয়ারিতে ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করেছিল দেশটি।

মাত্র একদিন আগেই যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এরপরই উত্তর কোরিয়া ক্রুজ মিসাইলের পরীক্ষা চালাল। আগামী ২২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মকালীন যৌথ মহড়া চালাবে দেশ দুটি।

উত্তর কোরিয়ার বার বার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে কোরীয় দ্বীপে হুমকি তৈরি হয়েছে অভিযোগ তুলে সামরিক মহড়া চালাবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। কয়েক হাজার সৈন্যসহ মহড়ায় অংশ নেবে দুই দেশের যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও ট্যাঙ্ক।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক ইয়োল আজ বুধবার দায়িত্ব গ্রহণের ১০০তম দিন পার করছেন । রাজধানী সিউলে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, পারমাণবিক অস্ত্র উন্নয়ন বন্ধ করলে উত্তর কোরিয়াকে সহায়তা দিতে প্রস্তুত দক্ষিণ কোরিয়া।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ক্রুজ মিসাইল,পরীক্ষা উত্তর কোরিয়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close