reporterঅনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট, ২০২২

৭০০ বিলিয়ন ডলারের বিলে সই করলেন বাইডেন

স্বাস্থ্যসেবা খাত ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৭শ বিলিয়ন ডলারের বিলে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে ৩শ ৭৫ বিলিয়ন ডলার খরচ হবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়।

এই বিলের লক্ষ্য মূলত ধনীদের ট্যাক্স বাড়িয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং স্বাস্থ্যসেবার ব্যয় নির্বাহ করা।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে বৈশ্বিক উষ্ণতা কমাতে এ সিদ্ধান্ত সহায়ক ভূমিকা রাখবে। বিলটির আওতায় কোনও কোম্পানিকে কার্বন নিঃসরণ কমাতে হবে না। তবে যেসব কোম্পানি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করবে তারা প্রণোদনা পাবে। এছাড়া ইলেক্ট্রিক গাড়ির ক্রেতা কিংবা জ্বালানি সাশ্রয়ী বাড়ি তৈরিতে বিনিয়োগ করবে প্রণোদনা পাবে তারাও। এছাড়া এই বিলে ওষুধ কেনায় বিশেষ সুবিধা পাবেন ৬৫ বছরের বেশি বয়সীরা।

নভেম্বরে মার্কিন কংগ্রেসের নির্বাচনের আগে এমন সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে ডেমোক্র্যাটরা।

মঙ্গলবার বিলটিতে সইয়ের পর প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি তার অভ্যন্তরীণ কর্মসূচির ‘চূড়ান্ত অংশ’। বিলের প্যাকেজে রয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৩৭ হাজার পাঁচশ’ কোটি ডলারেরে বরাদ্দ। এই ইস্যুতে এটাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি কেন্দ্রীয় বিনিয়োগ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জো বাইডেন,যুক্তরাষ্ট্র
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close