reporterঅনলাইন ডেস্ক
  ১৬ আগস্ট, ২০২২

জাতিসংঘ দূতের প্রথম মিয়ানমার সফর

মিয়ানমারবিষয়ক জাতিসংঘের নতুন বিশেষ দূত মঙ্গলবার দেশটিতে প্রথম সফর শুরু করেছেন। জান্তা আদালত দেশটির ক্ষমতাচ্যুত বেসামরিক নেতা অং সান সুচিকে দুর্নীতির দায়ে আরও ছয় বছরের কারাদণ্ড দেয়ার একদিন পর তিনি এ সফর শুরু করলেন। খবর এএফপির।

সোমবার রাতে দেয়া জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, নতুন দূত নোয়েলীন হেজার মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতি ও উদ্বেগপূর্ণ বিভিন্ন ইস্যুর পাশাপাশি তার দায়িত্বের অগ্রাধিকার পাওয়া অন্য বিষয়গুলোর আলোচনার ওপর গুরুত্ব দেবেন।

জান্তা সরকারের শীর্ষ নেতৃত্বের মধ্যে তিনি কারো সাথে বা সুচির সাথে সাক্ষাৎ করবেন কিনা, সে ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি।

গোপনতাপূর্ণ জান্তা আদালতে সোমবার সুচিকে আরেক মেয়াদে কারাদণ্ড দিয়েছে। এ নিয়ে তার মোট কারাদণ্ডের মেয়াদ ১৭ বছরে দাঁড়াল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতিসংঘ,মিয়ানমার,নোয়েলীন হেজার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close