reporterঅনলাইন ডেস্ক
  ১৩ আগস্ট, ২০২২

আবারো ডিজেলের দাম কমালো ব্রাজিল সরকার

ছবি : সংগৃহীত

ব্রাজিলে আরেক দফায় ডিজেলের দাম কমালো দেশটির সরকার। এবার জ্বালানি পণ্যটির মূল্য ৪ শতাংশ কমিয়েছে তারা। এ নিয়ে দেশটিতে এক সপ্তাহে দুইবার ডিজেলের দর কমলো।

বার্তা সংস্থা রয়টার্স ও ইয়াহু নিউজের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার ডিজেলের দাম কমানোর ঘোষণা দেয় ব্রাজিলের রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান পেট্রোবাস। গতকাল শুক্রবার (১২ আগস্ট) থেকেই তা কার্যকর হয়।

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে দাম কমেছে ডিজেলের। এরই প্রেক্ষিতে জ্বালানি পণ্যটির মূল্য কমিয়েছে ব্রাজিলীয় সরকার। স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

পেট্রোবাস জানায়, এ দফায় ডিজেলের দাম ৫ দশমিক ৪১ থেকে কমিয়ে ৫ দশমিক ১৯ ব্রাজিলিয়ান রিয়েল করা হয়েছে। তবে গ্যাসের মূল্য অপরিবর্তিত রয়েছে।

এর আগে গত সপ্তাহে ডিজেলের দর ৩ শতাংশ কমায় তেল জায়ান্টটি। গত ১ বছরেরও বেশি সময়ের মধ্যে যা ছিল প্রথম নজির।

এ ঘটনায় দারুণ উচ্ছ্বসিত প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তিনি বলেন, ডিজেলের দাম কমানো ব্রাজিল ও এদেশের জনগণের পক্ষে খুবই প্রাসঙ্গিক উদ্যোগ। আমি এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডিজেল,ব্রাজিল,আন্তর্জাতিক বাজার,পেট্রোবাস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close