reporterঅনলাইন ডেস্ক
  ১২ আগস্ট, ২০২২

সৌদি আরব যাচ্ছেন শি জিংপিং

ছবি : সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিংপিং আগামী সপ্তাহে সৌদি আরব সফরে যেতে পারেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায় শি জিংপিং সৌদি আরব যাচ্ছেন। তাকে বরণ করে নিতে বিশাল আয়োজনের পরিকল্পনা করছে দেশটি। তবে চীন বা সৌদি আরব কোনো দেশই এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

চীনের প্রেসিডেন্ট শি জিংপিং ২০২০ সালের পর আনুষ্ঠানিক কোনো বিদেশ সফরে যাননি। ওই বছরের জানুয়ারী থেকে বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেয় এবং লকডাউন আরোপ শুরু হয়।

শি জিংপিংয়ের সম্ভাব্য সৌদি আরব সফর নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন করা হয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে। তবে মুখপাত্র জানান, এ বিষয়ে জানানোর মতো কোনো তথ্য আপাতত তার কাছে নেই।

গার্ডিয়ান জানিয়েছে, জুলাই মাসে যখন জো বাইডেন সৌদি আরবে আসেন তখন তার জন্য খুব বড় কোনো আয়োজন করেনি মধ্যপ্রাচ্যের দেশটি। কিন্তু শি জিংপিংকে বরণ করে নিতে ব্যাপক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কিংডম।

সূত্র : দ্য গার্ডিয়ান, দ্য নিউ আরব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close