reporterঅনলাইন ডেস্ক
  ১১ আগস্ট, ২০২২

করোনার বিরুদ্ধে জয় ঘোষণা কিমের

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ায় সর্বোচ্চ নেতা কিম জং উন করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার ঘোষণা দিয়েছেন। ২৯ জুলাইয়ের পর থেকে দেশটিতে নতুন কোনো করোনা রোগী শনাক্ত না হওয়ায় করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে বৃহস্পতিবার (১১ আগস্ট) আল-জাজিরা জানায়, দেশটির স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের সঙ্গে আলোচনার পর মহামারি বিরুদ্ধে জয় ঘোষণা করেন কিম।

কিমের বোন কিম ইয়ো জংও পিয়ংইয়ং বৈঠকে এক বক্তৃতায় বলেন, উত্তর কোরিয়ায় করোনার প্রাদুর্ভাবের জন্য দক্ষিণ কোরিয়া দায়ী। আমাদের অবশ্যই এটি কঠোরভাবে মোকাবিলা করতে হবে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন প্রতিরোধ পরিকল্পনা বিবেচনা করেছি, কিন্তু আমাদের পাল্টা ব্যবস্থা অবশ্যই একটি মারাত্মক প্রতিশোধমূলক হতে হবে।

গত ৮ মে উত্তর কোরিয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উত্তর কোরিয়া,কিম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close