reporterঅনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট, ২০২২

ফের যুক্তরাষ্ট্রে ৯০০ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে আবার ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটেছে। রবিবার (৭ আগস্ট) একদিনে যুক্তরাষ্ট্রজুড়ে ৯১২টি ফ্লাইট বাতিল করা হয়। তা ছাড়া ৬ হাজার ৩৭৮টি ফ্লাইট বিলম্বিত হয়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শিকাগো ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। সেখানের ১২ শতাংশ ফ্লাইট বাতিল এবং ৪০ শতাংশ বিলম্বিত হয়।

গতকাল শিকাগোতে ভারী বৃষ্টি হয়েছে। সেখানে আকস্মিক বন্যার সতর্কতাও রয়েছে বলে জানা গেছে।

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্রে ৬৫৭টি ফ্লাইট বাতিল হয় ও ৭ হাজার ২৬৭টি বিলম্ব হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবার এক হাজার ৫০০ বেশি ফ্লাইট বাতিল করা হয়। ওয়াশিংটনের বাইরে নিউইয়র্কের লাগুরাডিয়া, নিউওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল ও রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়।

গত বৃহস্পতিবার দেশটির পূর্ব উপকূলে ব্যাপক বজ্রপাত হয়। এরপরই মূলত বিভিন্ন কোম্পানি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিতে থাকে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুক্তরাষ্ট্র,ফ্লাইট বাতিল,বিশ্ব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close