reporterঅনলাইন ডেস্ক
  ০৬ আগস্ট, ২০২২

ক্রোয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ১২ পোলিশ তীর্থযাত্রী নিহত

ছবি : সংগৃহীত

ক্রোয়েশিয়ায় তীর্থযাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩২ জন। হতাহতরা সবাই পোল্যান্ডের নাগরিক। তারা বসনিয়ার একটি ক্যাথলিক মঠে যাচ্ছিলেন। খবর বিবিসির।

ক্রোয়েশিয়ার পুলিশ জানিয়েছে, তীর্থযাত্রীদের বহনকারী বাসটি ক্রোয়েশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় ভারাজদিনের কাছে ব্রেজনিস্কি হুমের একটি মহাসড়কের বাঁকে ছিটকে গিয়ে সড়ক বেষ্টনির সঙ্গে ধাক্কা খায়।

শনিবার স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ, দমকল কর্মী ও মেডিকেল টিম মোতায়েন করা হয়। ঘটনাস্থলে ১২ জন মারা যান। এছাড়া ৩২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক। এতে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। হতাহতদের মধ্যে তিনজন যাজক ও ছয় নান রয়েছেন।

ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাভর বোজিনোভিচ জানিয়েছেন, বাসটির যাত্রীরা সবাই পূর্ণবয়স্ক তীর্থযাত্রী, তারা বসনিয়ার দক্ষিণাঞ্চলে মেদুযোগিয়ের রোমান ক্যাথলিক মঠে যাচ্ছিলেন। পোলিশদের মধ্যে ওই ক্যাথলিক মঠটি খুবই জনপ্রিয়।

দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি।

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতরা সবাই পোল্যান্ডের নাগরিক। বাসটিতে ওয়ারশর রেজিস্ট্রেশন প্লেট আছে।

এ ঘটনায় নিহতদের প্রতি শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোচি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পোলিশ তীর্থযাত্রী নিহত,ক্রোয়েশিয়ায় বাস দুর্ঘটনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close