reporterঅনলাইন ডেস্ক
  ০৬ আগস্ট, ২০২২

আকস্মিক বন্যায় পাকিস্তানে অন্তত ৫৫০ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় গত এক মাসে পাকিস্তানে অন্তত ৫৫০ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ আগস্ট) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে বন্যায় ৪৬ হাজারেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি বেলুচিস্তান প্রদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রতিটি জেলায় খাদ্য-সংকট দেখা দিয়েছে। ৭০০ কিলোমিটারেরও বেশি রাস্তা ভেসে গেছে। এ অবস্থায় ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছেও আবেদন জানিয়েছে প্রাদেশিক সরকার।

এদিকে বন্যাকবলিত অঞ্চলে ওষুধ ও ত্রাণ সরবরাহ চালিয়ে যাচ্ছে সরকারী সংস্থা এবং সেনাবাহিনী।

উল্লেখ্য, দেশটিতে তিন দশকের মধ্যে গত মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এ সময় গত ৩০ বছরের গড় থেকে ১৩৩ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। সূত্র : রয়টার্স

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান,বন্যা,বেলুচিস্তান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close