reporterঅনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট, ২০২২

তাইওয়ানে শান্তি চান ন্যান্সি পেলোসি

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

স্বশাসিত তাইওয়ান ভূখণ্ডে শান্তি ও স্থিতাবস্থা চান বলে নিজের মত পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। চীন-তাইওয়ান ইস্যুতে জাপানের রাজধানী টোকিওতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পেলোসি।

চীন তাইওয়ানকে বিভিন্ন উপায়ে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তবে এত কিছু সত্ত্বেও তাকে এবং অন্যান্য মার্কিন কর্মকর্তাদের তাইপে ভ্রমণে বাধা দিতে পারেনি বলে মন্তব্য করেন মার্কিন স্পিকার।

জাপান সফরে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তাইপে তার সফরকে একটি অজুহাত হিসেবে দাঁড় করিয়ে তাইওয়ানের চারপাশে মহড়ার সময় ক্ষেপণাস্ত্র ছুড়ছে চীনের সামরিক বাহিনী।

২০১৫ সালের পর পেলোসির এটিই প্রথম জাপান সফর। বৃহস্পতিবার তিনি দক্ষিণ কোরিয়া থেকে জাপান পৌঁছান। দক্ষিণ কোরিয়ায় তিনি উত্তর কোরিয়া সীমান্ত অঞ্চল পরিদর্শন করেন। তার আগে বেইজিংয়ের হুঁশিয়ারি উপেক্ষা করে গত (২ আগস্ট) মঙ্গলবার তাইপে সফরে আসেন স্পিকার পেলোসি। কঠোর ভাষায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীন। গত ২৫ বছরের মধ্যে এই প্রথম কোন শীর্ষ মার্কিন রাজনীতিক দ্বীপটি সফর করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তাইওয়ান,শান্তি চান,ন্যান্সি পেলোসি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close