reporterঅনলাইন ডেস্ক
  ০৪ আগস্ট, ২০২২

তাইওয়ান ছাড়লেন পেলোসি, এবার গন্তব্য দক্ষিণ কোরিয়া

ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে তাইওয়ান ছেড়েছেন মার্কিন হাউজ অব রিপ্রেজেনটেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি। বুধবার (৪ জুলাই) সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, তাইওয়ান সফর শেষ করলেন মার্কিন হাউজ অব রিপ্রেজেনটেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি। এবার তার গন্তব্য দক্ষিণ কোরিয়া। এরপর সেখান থেকে যাবেন জাপান। এশিয়া সফরের অংশ হিসেবে এর আগে পেলোসি সিঙ্গাপুর ও মালয়েশিয়া যান।

সফরে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন ন্যান্সি পেলোসি। তিনি বলেন, বন্ধুত্বের খাতিরে আমরা তাইওয়ানে এসেছি। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাই তার লক্ষ্য।

তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি ওয়াশিংটনের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখারও কথা জানান।

দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে নির্ধারিত সময়ের কিছু আগেই তাইপেতে পৌঁছান পেলোসি। এর মাধ্যমে ২৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো রাজনীতিবিদ তাইওয়ানের ভূমিতে পা রাখেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মার্কিন যুক্তরাষ্ট্র,পেলোসি,দক্ষিণ কোরিয়া,তাইওয়ান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close