reporterঅনলাইন ডেস্ক
  ০৪ আগস্ট, ২০২২

চীনের নতুন নিষেধাজ্ঞার কবলে তাইওয়ান

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে ক্ষুব্ধ চীন দ্বীপদেশটিকে নানাভাবে শাস্তি দিচ্ছে।

তাইওয়ান ঘিরে চীন সশস্ত্র সামরিক মহড়া শুরুর পাশাপাশি এই দ্বীপদেশটির ওপর একের পর এক বাণিজ্যিক নিষেধাজ্ঞাও আরোপ করে চলেছে।

পেলোসি তাইপে সফর শেষ করে বুধবার বিদায় নেওয়ার পরই চীন নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে তাইওয়ানের ওপর। নিষিদ্ধ করেছে বেশ কিছু জিনিসের আমদানি-রপ্তানি।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় বুধবার থেকে কংক্রিট তৈরি ও নির্মাণকাজের জন্য ব্যবহার্য বালু তাইওয়ানে রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। পাশাপাশি তাইওয়ান থেকে ফল এবং মাছের মতো পণ্য আমদানি নিষিদ্ধ করেছে।

এর আগে পোলোসির তাইওয়ান সফরের গুঞ্জন চলার সময়ও চীন তাইপেকে হুশিয়ার করতে দ্বীপদেশটির ৩৫ বিস্কুট ও পেস্ট্রি রপ্তানিকারকের কাছ থেকে আমদানি বন্ধ করেছিল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তাইওয়ান,চীন,নিষেধাজ্ঞা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close