reporterঅনলাইন ডেস্ক
  ০৩ আগস্ট, ২০২২

বিশ্বে করোনাভাইরাস

একদিনে ১৭২৮ জনের মৃত্যু, শনাক্ত ৭ লাখ

গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে এক হাজার ৭২৮ জনের। এ নিয়ে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৪ লাখ ২৪ হাজার ৩২৪ জনে। একই সময়ে করোনায় শনাক্ত হয়েছেন ৭ লাখ ৩৪ হাজার ২২৭ জন। ফলে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৮ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৮৯৭ জনে।

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়াল্ডওমিটার্স থেকে বুধবার (৩ আগস্ট ) সকালে এ তথ্য জানা গেছে।

শনাক্তের তালিকায় শীর্ষে থাকা জাপানে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৬৭৮ জন। এ সময় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১০৯ জনের। এ নিয়ে দেশটিতে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ২৯ লাখ ১৭ হাজার ৫০০ জনে এবং মৃত্যুর সংখ্যা হলো ৩২ হাজার ৬৯৪ জন।

মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৬১ হাজার ১৬১ জন। একই সময় করোনায় মৃত্যু হয়েছে ৩৬৩ জনের। ফলে দেশটিতে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ৯ কোটি ৩৩ লাখ ১৯ হাজার ৭০২ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৫৫ হাজার ৯৭৫ জনে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্ব,করোনাভাইরাস,মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close