reporterঅনলাইন ডেস্ক
  ০২ আগস্ট, ২০২২

পাকিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার নিখোঁজ

ছবি: সংগৃহীত

বন্যায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ত্রাণ অভিযান চলাকালে এক সেনা জেনারেল ও আরো ৫ জনসহ একটি সামরিক হেলিকপ্টার নিখোঁজ রয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ বেলুচিস্তান প্রদেশের লাসবেলা জেলায় বন্যার ত্রাণ কার্যক্রমে সহায়তা করছিল একটি এভিয়েশন হেলিকপ্টার। সোমবার (১ আগস্ট) হঠাৎ করে বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে হেলিকপ্টারটির।

বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটিতে একজন সেনা জেনারেলসহ মোট ছয়জন ছিলেন। নিখোঁজ সেনা কর্মকর্তা ‘দক্ষিণ ১২ কোর’র কমান্ডার। সেখানে তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে ।

পাকিস্তানের বেলুচিস্তানে বন্যা শুরু হওয়ার পর আর্মড ফোসেস দল ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছিল। ওই বন্যায় সোমবার পর্যন্ত ৪৬ জন শিশুসহ ১৪৯ জনের মৃত্যু হয়েছে।

প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ১৩ হাজার ৫৩৫ টি বাড়ি ভেঙে গেছে। এছাড়া অব্যাহত আছে ভারী বৃষ্টিও।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান,হেলিকপ্টার,সেনাবাহিনী,বেলুচিস্তান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close