reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জুলাই, ২০২২

শহরের বিদ্যুৎসেবা অচল করে দিল সাপ

ছবি : সংগৃহীত

জাপানের শহর ফুকুশিমার কোরিয়ামাতে একটি সাপ ঢুকে যায় বিদ্যুতের সাবস্টেশনে। আর সেখানে ঢুকে সাপ নিজে তো মরেছেই পাশাপাশি প্রায় ১০ হাজার পরিবারকে করেছে বিদ্যুৎহীন।

গত ২৯ জুন দুপুর ২টা ১০মিনিটে ফুকুশিমায় কোরিয়ামা শহরে বিদ্যুৎ চলে যায়। শহরে তীব্র গরম ছিল সেদিন। পরে অনুসন্ধানকারীরা দেখেন, বিদ্যুতের সাবস্টেশন যন্ত্রের মধ্যে সাপ ঢুকেছে।

কর্মকর্তারা জানান, সাপটিকে যখন পাওয়া যায় তখনও সেটি জ্বলছিল। একটি তারের সংস্পর্শে এসে সাপটি বিদ্যুতায়িত হয়। ফলে ওই যন্ত্রতে আগুন লেগে যায়। পরে দমকল কর্মীরা এসে তা নেভায়।

তবে সাপের এমন কর্মকাণ্ডে শহরের ১০ হাজার বাড়ি হয়ে পড়ে বিদ্যুৎহীন।

জাপান টুডের এক প্রতিবেদনে বলা হয়, সাপের এমন ঘটনা শুনে স্থানীয়রা অবাক। অনেকে বিস্ময় প্রকাশ করে বলেন, একটি সাপ কত সহজে শহরের বিদ্যুৎসেবা অচল করে দিতে পারে। সূত্র: এনডিটিভি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাপ,জাপান,বিদ্যুৎসেবা,সাবস্টেশন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close