reporterঅনলাইন ডেস্ক
  ০৪ জুলাই, ২০২২

রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

এবার ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত তিনজন রুশ নাগরিক প্রাণ হারিয়েছেন।

রবিবার (৩ জুলাই) ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর বেলগোরোডে কিয়েভের ওই হামলায় তিনজন নিহত হন এবং বেশকিছু আবাসিক ভবন ধ্বংস হয়।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, ১১টি অ্যাপার্টমেন্ট ব্লক এবং ৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেন, আমি নিশ্চিত রাশিয়ার বেসামরিক জনগণের ওপর চালানো এই ক্ষেপণাস্ত্র হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে।

এদিকে হামলার পর বেলগোরোডের এক বাসিন্দা বলেন, ওই মিসাইল হামলায় শব্দ এত জোড়ে হয়েছিল যে, তাৎক্ষণিক আমি ঘুম থেকে জেগে উঠি, ভয় পেয়ে যাই এবং আতঙ্কে চিৎকার শুরু করি।

তিনি আরও বলেন, আমার বাড়ি থেকে প্রায় ২০ মিটার দূরে এক ভবনে ওই ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত হানে। এতে আমাদের বাড়ির সব দরজা-জানালা ভেঙে গুঁড়িয়ে যায়।

প্রসঙ্গত, ইউক্রেনের সীমান্তঘেঁষা রুশ ওই শহরে প্রায় চার লাখ মানুষ বাস করেন। সূত্র : আলজাজিরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ক্ষেপণাস্ত্র হামলা,রাশিয়া,ইউক্রেন,Russia
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close