reporterঅনলাইন ডেস্ক
  ০১ জুলাই, ২০২২

জার্মানিকে চীনের হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

জার্মানির নতুন চীনা কৌশল নীতিতে বিরক্ত চীন। বর্তমানে জার্মানি চীনের একটি বিকল্প বা অন্য বাণিজ্য অংশীদার খুঁজছে। এ ব্যাপারে জার্মানি তাদের ইন্দো-প্যাসিফিক নতুন পরিকল্পনা ও নির্দেশিকায় জানিয়েছে, তারা চীনের সঙ্গে বাণিজ্য কমিয়ে দেবে। তার বদলে গণতান্ত্রিক এবং জার্মানির মতের সঙ্গে মিল আছে এমন দেশের সঙ্গে বাণিজ্য করবে।

গণমাধ্যম হংকং পোস্ট জানিয়েছে, চীন হুঁশিয়ারি দিয়েছে, জার্মানি যদি বাণিজ্য ইস্যুতে রাজনীতি করে, তাহলে তা চীনের সঙ্গে দেশটির অর্থনৈতিক সম্পর্ক ঝুঁকির মধ্যে ফেলবে।

গত বছর নতুন জার্মান চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেন ওলাফ শলৎস। এরপরই চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নতুন মোড় নেয়। তার অধীনস্ত সরকার চীনের সঙ্গে থাকা বাণিজ্যিক সম্পর্ক নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা শুরু করে।

হংকং পোস্ট আরও জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে চীন যেভাবে রাশিয়ার পক্ষ নিয়েছে, তাদের জিরো কোভিড-১৯ নীতি এবং উইঘুর মুসলিমদের নিপীড়নের কারণে জার্মানি চীনের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি নতুন করে পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয়।

সূত্র : এনডিটিভি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জার্মানি,চীন,হুঁশিয়ারি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close