reporterঅনলাইন ডেস্ক
  ০১ জুলাই, ২০২২

ইউক্রেনে পশ্চিমা তৎপরতা মার্কিন নব্য উপনিবেশবাদ : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পশ্চিমাদের তৎপরতাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নব্য উপনিবেশবাদ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, পশ্চিমা দেশগুলোর নেতারা ইউক্রেনের লাখ লাখ সাধারণ মানুষের ভাগ্য নিয়ে রাজনীতির খেলা খেলছেন।

বৃহস্পতিবার (৩০ জুন) পুতিন মস্কোতে এক অনুষ্ঠানে এ কথা বলেন। খবর তাস।

ইউক্রেনে পশ্চিমাদের তৎপরতাকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নব্য উপনিবেশবাদ বলে আখ্যায়িত করেছেন।

পুতিন বলেন, এর ফলে ইউক্রেনের সাধারণ মানুষ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের মতো দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হবে।

ইউক্রেনের সাধারণ মানুষকে পশ্চিমাদের প্ররোচনা থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান পুতিন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইউক্রেন,পশ্চিমা তৎপরতা,মার্কিন,উপনিবেশবাদ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close