reporterঅনলাইন ডেস্ক
  ০১ জুলাই, ২০২২

ওডেসার আবাসিক ভবনে রুশ হামলায় নিহত ১৭

উদ্ধার অভিযান চলছে। ছবি : রয়টার্স

ইউক্রেনের কৃষ্ণসাগর তীরবর্তী দক্ষিণাঞ্চলের বন্দরনগরী ওডেসায় একটি নয়তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়ার সামরিক বাহিনী। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১ জুলাই) ভোরে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

ওডেসার আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাতচুক তার টেলিগ্রাম চ্যানেলে বলেন, ‘একটি বহুতল আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।’

ব্রাতচুক ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনকে আরও জানান, রাশিয়ার এই হামলায় তিন শিশুসহ সাতজন আহত হয়েছে। হামলার পর ভবনের একটি অংশ ধসে পড়ে এবং কিছু লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে।

ব্রাতচুক আরও জানান, একই অঞ্চলের একটি রিসোর্টে আরেকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সেখানেও বেশ কয়েকজন আহত হয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত এপ্রিলের শেষের দিকে ওডেসার একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছিল রাশিয়ার সামরিক বাহিনী। এতে তখন ৮ জন নিহত হয়।সূত্র : রয়টার্স

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইউক্রেন,রাশিয়া,সামরিক বাহিনী,ওডেসা,ক্ষেপণাস্ত্র হামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close