reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জুন, ২০২২

আফগানিস্তানে জাতীয় ঐক্য বৈঠকে নারীদের প্রতিনিধিত্ব করবেন পুরুষরা

ছবি : সংগৃহীত

আফগানিস্তানে তালেবানরা প্রথম বারের মতো জাতীয় ঐক্য নিয়ে বৈঠকের আয়োজন করছে। সরকারের পক্ষ থেকে করা এই বৈঠকে নারীদের প্রতিনিধিত্ব করবেন পুরুষরা।

দেশটির এই সমাবেশে যোগ দেবেন দেশের ধর্মগুরু এবং প্রবীণ নেতারা। তবে তালেবান সরকারের অনেক ক্ষেত্রের মতো এ ক্ষেত্রে নারীরা উপেক্ষিত। নারীদের প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেওয়া হয়েছে পুরুষদেরই।

বুধবার (২৯ জুন) তালেবান সরকারের উপ-প্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফি এই ঘোষণা করেন। বৃহস্পতিবার থেকে এই সমাবেশ শুরু হবে বলেও তিনি জানান।

সমাবেশে নারীরা যোগ দিতে পারবেন কি না জানতে চাইলে তিনি জানান, নারীরা এই সমাবেশে যোগ দেবেন না। পুরুষরাই নারীদের প্রতিনিধিত্ব করবেন।

তার মতে, ‘দেশের নারীরা আমাদের মা-বোন। আমরা তাদের অনেক সম্মান করি। তাই ছেলেরা সমাবেশে থাকা মানেই মেয়েদেরও সমাবেশে থাকা।’

হানাফি আরও বলেন, ‘বিভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষ এই সমাবেশে জড়ো হবেন। এই সমাবেশ থেকে আফগানিস্তানের জাতীয় ঐক্য শক্তিশালী করার জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহন করা হবে।’

তিনি আরও জানান, এই সমাবেশে সরকার ব্যবস্থা, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক সমস্যা নিয়েও আলোচনা হতে পারে।

ইতোমধ্যেই আফগানিস্তানে নারীদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছে তালিবান সরকার। কে়ড়ে নেওয়া হয়েছে মৌলিক অধিকারও। আর এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়তে হয়েছে তালেবানদের। তবে সরকারের এই নতুন সিদ্ধান্তে দেশ-বিদেশের বিভিন্ন মহলে সমালোচনার শুরু হয়েছে। সূত্র : আনন্দবাজার

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তালেবান,আফগানিস্তান,নারী,প্রতিনিধিত্ব,মৌলিক অধিকার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close