reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জুন, ২০২২

হিউম্যান রাইটসের প্রতিবেদন

গৃহযুদ্ধে ১০ বছরে সিরিয়ায় তিন লাখ মানুষের মৃত্যু

সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে ২০১১ সালের ১ মার্চ থেকে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত ৩ লাখ ৭ হাজার বেসামরিক লোকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস কর্তৃক প্রকাশিত প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে।

জাতিসংঘের মানবাধিকার-সংক্রান্ত হাইকমিশনার মাইকেল বাচেলেট এ বিষয়ে বলেন, কঠোর মূল্যায়ন ও পরিসংখ্যানগত বিশ্লেষণের মাধ্যমে গেল ১০ বছরে সিরিয়ায় ৩ লাখ ৬ হাজার ৮৮৭ জন বেসামরিক লোকের মৃত্যুর তথ্য উঠে এসেছে। এটা কেবল একটা সংখ্যা না, তারা রক্ত-মাংসের মানুষ ছিলেন। এই ৩ লাখ ৬ হাজার ৮৮৭ জন মানুষের প্রত্যেক জনের মৃত্যুর ভয়ানক প্রভাব ছিল তাদের পরিবারের ওপর, তাদের কমিউনিটির ওপর।

বাচেলেট আরও বলেন, এতগুলো মানুষের মৃত্যু থেকে বোঝা যায়, সিরিয়ায় কি ভয়াবহ গৃহযুদ্ধ হয়েছে।

৩ লাখ ৬ হাজার ৮৮৭ জনের মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৩৫০ জনের বিস্তারিত তথ্য পাওয়া গেছে। যেমন তাদের পূর্ণ নাম, মৃত্যুর তারিখ, মৃত্যুর স্থান ইত্যাদি। বাকি ১ লাখ ৬৩ হাজার ৫৩৭ জনের তথ্য কঠোর মূল্যায়ন ও পরিসংখ্যানগত বিশ্লেষণের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।

এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের হিসাবে, ২০২১ সালের জুন পর্যন্ত সিরিয়া যুদ্ধে নিহতের সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ছাড়িয়ে গেছে। সূত্র : আলজাজিরা ও আনাদোলু এজেন্সি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৃত্যু,গৃহযুদ্ধ,সিরিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close