reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জুন, ২০২২

মারিউপোলের বাড়ি থেকে শতাধিক মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত।

ইউক্রেনের শহর মারিউপোলের একটি বাড়ি থেকে ১০০টিরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শহরের মেয়রের উপদেষ্টা পেট্রো অ্যান্ড্রুশচেঙ্কো।

সোমবার (২৭ জুন) শহরটির মেয়রের উপদেষ্টার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

তিনি জানান, লিওবেরেজনি জেলার একটি ভবন থেকে ১০০ জনের বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। যুদ্ধবিমান থেকে বোমার আঘাতে বাড়িটি বিধ্বস্ত হয়।

তিনি আরও বলেন, লাশগুলো এখনো ধ্বংসস্তূপের নিচে রয়েছে। দখলদারী রাশিয়ার এই লাশগুলো উদ্ধার ও শেষকৃত্য করার পরিকল্পনা নেই।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। গত এপ্রিলের মাঝামাঝি সময়ে মারিউপোল দখলে নেয় রুশ বাহিনী।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইউক্রেন,মারিউপোল,লাশ উদ্ধার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close