reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জুন, ২০২২

ইরানে ভূমিকম্প, অনুভূত হলো পার্শ্ববর্তী দেশেও

ছবি : সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানের দক্ষিণে উপসাগরীয় জলসীমায় আঘাত হেনেছে ৫.৬ মাত্রার ভূমিকম্প।

শনিবার (২৫ জুন) ভোরে এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টিভি জানায়, তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে সংযুক্ত আরব আমিরাতের অনেক বাসিন্দাই শনিবার সকালে কম্পনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) ভূমিকম্প সম্পর্কে এক টুইট বার্তায় জানায়, ভূমিকম্পটি ৬ মাত্রার ছিল।

জানা যায়, ভূমিকম্পটি চরাক বন্দর এবং কিশ দ্বীপের মধ্যে অনুভূত হয়। ভূমিকম্পের ছিল গভীরতা ২২ কিলোমিটার এবং ভূপৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার নিচেও এটি অনুভূত হয়।

কর্তৃপক্ষ রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, একই অঞ্চলে গত ১০ দিনে প্রায় ১০০টি ভূমিকম্প এবং আফটারশক অনুভূত হয়েছে। প্রধান ভূতাত্ত্বিক ফল্ট লাইন ইরানকে অতিক্রম করেছে। এতে সাম্প্রতিক বছরগুলোতে ইরানে বেশ কয়েকটি বিধ্বংসী ভূমিকম্প হয়েছে। সূত্র : গালফ নিউজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইরান,ভূমিকম্প,সংযুক্ত আরব আমিরাত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close