reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জুন, ২০২২

ফের ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

ভারত এবং বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেস বন্ধ ঘোষণা করা হলো।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুলাই থেকে ১৪ জুলাই বন্ধ থাকবে মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস। এদিকে ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে মিতালি এক্সপ্রেস।

শুক্রবার (২৪ জুন) ভারতের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের বিশেষ অনুরোধে দুই দেশের পক্ষ থেকেই এই ট্রেন বন্ধ থাকবে।

আগামী ১৪ জুলাইয়ের পর থেকে আবারো আগের মতো ট্রেন চলাচল স্বাভাবিক হবে। ঈদ উপলক্ষে সড়কপথের যোগাযোগ ব্যবস্থাও এসময় বন্ধ থাকবে।

উল্লেখ্য,করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর গত মাসে ফের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৈত্রী এক্সপ্রেস,বন্ধন এক্সপ্রেস,মিতালি এক্সপ্রেস,বন্ধ,ঈদুল আজহা,যোগাযোগ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close