reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মে, ২০২২

মহাকাশ থেকে রহস্যময় ভুল তথ্য পাঠাচ্ছে নাসার যান!

ভয়েজার ওয়ান, ছবি: সংগৃহীত

নাসার একটি মহাকাশযান থেকে অনবরত ভুল তথ্য আসছে পৃথিবীতে। বিজ্ঞানীরা আপাত দৃষ্টিতে কোনও গোলযোগ পাননি।

সূর্যের আওতার বাইরে মহাকাশের খবর নিতে গিয়েছিল নাসার দু’টি মহাকাশযান। তার মধ্যে একটি থেকে গত বেশ কিছুদিন ধরে ক্রমাগত ভুল তথ্য এসে পৌঁছাচ্ছে পৃথিবীতে। যা নিয়ে রহস্য ঘনিয়েছে। কারণ বিজ্ঞানীরা বুঝতেই পারছেন না এই তথ্যভ্রান্তির কারণ কী?

ওই মহাকাশ যানে যান্ত্রিক ত্রুটি রয়েছে বলে জানা যায়নি। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে মহাকাশ বিজ্ঞানীরা জেনেছেন, তেমন কোন যান্ত্রিক ত্রুটি না থাকলেও তথ্যভ্রান্তি ঘটছে। পৃথিবী থেকে পাঠানো তথ্য নিতে বা পৃথিবীতে তথ্য পাঠাতে অসুবিধা হচ্ছে মহাকাশ যানটির। গোল বাধছে ভুল তথ্য আসায়।

কেমন সেই ভুল ভ্রান্তি? নাসা জানিয়েছে, মহাকাশযানটির এখন সৌরজগতের বাইরে নক্ষত্রমণ্ডলের মাঝের অংশে থাকার কথা। কিন্তু সেখান থেকে আসা তথ্য জানাচ্ছে, যানটি মহাজাগতিক এলাকার অন্য কোনও অজানা অংশে পাড়ি দিয়েছে। যা সম্ভব নয়।

ওই মহাকাশ যানটির নাম ভয়েজার ওয়ান। সৌরজগতের বাইরে পৃথিবী থেকে যাওয়া দূরতম বস্তু এটি। ১৯৭৭ সালে নাসা তাকে সৌরজগতের বাইরের মহাজাগতিক এলাকায় পাঠিয়েছিল। আর এখন পৃথিবী থেকে তার দূরত্ব ২৩৩০ কোটি কিলোমিটার।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাসা,মহাকাশযান,বিজ্ঞানী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close