reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মে, ২০২২

আরব সম্মেলনে ইসরাইলকে ‘রাষ্ট্র’ বলায় ইরাকের বিরোধিতা

মিসরে অনুষ্ঠিত আন্তঃআরব সংসদীয় সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে দখলদার ইসরাইলকে ‘ইসরাইল রাষ্ট্র’ হিসেবে অভিহিত করা হয়েছে। এর বিরোধিতা করেছে ইরাক। ইরাকি পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ আল-হালবুসি সম্মেলনে এই আপত্তি জানান। পাশাপাশি ইসরাইলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণেরও তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

ইরাকের সরকারি বার্তা সংস্থা ইনা'র বরাতে গতকাল এই খবর দিয়েছে ইরানের রেডিও তেহরান। এতে বলা হয়েছে, সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে ‘ইসরাইল রাষ্ট্র’ উল্লেখ করার বিরোধিতা করেছেন স্পিকার মুহাম্মাদ আল-হালবুসি।

কায়রোয় অনুষ্ঠিত আরব পার্লামেন্টারি ইউনিয়নের আগের বৈঠকগুলোতে ইসরাইলকে ‘দখলদার ইসরাইল কর্তৃপক্ষ’ বলে উল্লেখ করা হতো। কিন্তু চলতি বৈঠকে প্রথমবারের মতো ‘ইসরাইল রাষ্ট্র’ বলে অভিহিত করা হয়েছে।

ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের দমনপীড়ন অব্যাহতভাবে চলছে, যা সহ্য করা বা উপেক্ষা করা সম্ভব নয় বলে মনে করে ইরাক। মুহাম্মাদ আল-হালবুসি বলেন, ‌'আমাদেরকে যেকোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার আগে ধর্মীয় দায়িত্ব পালন করতে হবে। আমাদের প্রথম ক্বিবলা দখলদারদের হাত থেকে মুক্ত করতে হবে।'

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close