reporterঅনলাইন ডেস্ক
  ২০ মে, ২০২২

‘অবন্ধুসুলভ’ দেশের তালিকা প্রকাশ করল রাশিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার চেয়ারম্যানের ভিয়েচেস্লাভ ভলোদিন মস্কোর জন্য অবন্ধুসুলভ দেশের তালিকা প্রকাশ করেছেন। ইউক্রেনের চলমান সংঘাতকে কেন্দ্র করে যেসব দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেসব দেশকেই মূলত তিনি অবন্ধুসুলভ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছেন।

এই তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা, যে কিনা রাশিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত ১৯৭৩টি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপর রয়েছে কানাডা, সুইজারল্যান্ড, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া এবং জাপান। ইউরোপীয় ইউনিয়নকে স্বতন্ত্র সংস্থা হিসেবে ধরা হয়েছে।

ভিয়াচেস্লাভ ভলোদিন বলেন, এইসব দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কারণে বিশ্বব্যাপী পণ্যের দাম আকাশচুম্বী হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ভিয়াচেস্লাভ ভলোদিন এ কথা বলেছেন। তিনি বলেন, অবন্ধুসুলভ এইসব দেশই বর্তমান এবং ভবিষ্যৎ সংকটের জন্য দায়ী।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশে পণ্যমূল্য বেড়ে যাওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন। কিন্তু মার্কিন জনগণ তার এ বক্তব্যকে খুব একটা গ্রহণ করেনি। সূত্র : পার্সটুডে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাশিয়া,অবন্ধুসুলভ দেশ,পুতিন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close